ফিরে দেখা জুলাই অভ্যুত্থান , ১৩ জুলাই : গণপদযাত্রায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা

ফিরে দেখা জুলাই অভ্যুত্থান , ১৩ জুলাই : গণপদযাত্রায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা

বিশেষ প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনের দাবিতে সারাদেশের মতো উত্তাল ছিল সিলেটও। গত বছরের এই দিনে কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গণপদযাত্রা কর্মসূচি পালন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে সিলেট জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা।

শাবি শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগ দেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের কয়েকশত শিক্ষার্থী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এমসি কলেজ, মদন মোহন কলেজসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন এই ব্যতিক্রমধর্মী কর্মসূচিতে-গণপদযাত্রা।

এদিন সকাল সাড়ে ১১টায় শাবিপ্রবির প্রধান ফটক থেকে শুরু হওয়া এই পদযাত্রা সুবিদবাজার ও রিকাবীবাজার হয়ে বন্দরবাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। দুপুর ২টার দিকে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে রাষ্ট্রপতির উদ্দেশে লেখা স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। রাষ্ট্রপতির কাছে তা পাঠানো হবে বলে আশ্বাসও দেন ডিসি।

আন্দোলনটির মূল লক্ষ্য ছিল সরকারি চাকরিতে কোটা প্রথায় সংস্কার এনে ৯৫ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা এবং অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণ। শিক্ষার্থীদের দাবি ছিল, রাষ্ট্রপতি যেন বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সংসদে জরুরি অধিবেশন ডাকেন এবং বিষয়টির স্থায়ী ও ন্যায়সংগত সমাধান দেন।

আন্দোলনের সমন্বয়ক ও শাবিপ্রবির শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব সেদিন বলেন, ‘আমরা পড়াশোনায় ফিরতে চাই, গবেষণায় ফিরতে চাই। কিন্তু তার আগে চাই ন্যায্য অধিকার নিশ্চিত হোক।‘

অন্যদিকে, আন্দোলনকারী ফয়সাল আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে সকল মামলার প্রত্যাহার ও দাবি মানার আল্টিমেটাম দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff