নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটি নিয়ে চলছে তোলপাড়। সিলেটে বিএনপির প্রভাবশালী নেতৃবৃন্দ স্থান পেয়েছেন কমিটিতে।
১০ অক্টোবর গঠিত কমিটি গঠন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন বিএনপির প্রভাবশালী সাবেক জনপ্রতিনিধি এক নেতা। কমিটিতে স্থান পেয়েছেন স্বৈরাশাসকের সাথে ঘনিষ্ট ও ব্যবসায়িক সম্পর্কিত ব্যাক্তিগণ। চেম্বারের সাবেক সহ সভাপতি ফখর উদ্দিনের ভাইয়ের ছেলে সালমান এফ রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি নাহিয়ানকে স্থান দেওয়া হয়েছে কমিটিতে।
সিলেটে গুঞ্জন রয়েছে আওয়ামী ঘরনার ঘনিষ্ঠ ব্যবসায়ী ফখর উদ্দিন ও ফখরুস সালেহিন নাহিয়ানকে বিএনপিতে গেটপাস দিচ্ছেন সিলেট বিএনপির দুইজন প্রভাবশালী নেতা। কেন্দ্রীয় কমিটির স্থান পাওয়া একজন নেতা ” আন অফিসিয়াল অফিস নাহিয়ানের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান “।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটি মূলত; একটি ট্রেইনার।স্বৈরাশাসকের জালে অবৈধ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিগণের সাথে কোন ধরনের সংশ্রব – সংযোগ না রাখার কেন্দ্রীয় কঠোর নির্দেশনা থাকলেও দৃশ্যতই উপেক্ষিত হচ্ছে এসব নির্দেশনা।
এদিকে, নাহিয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি একজন ব্যবসায়ী বিএনপিতে যোগদানের বিষয়টি গুজব। এ ধরনের কোন পরিকল্পনা – তার নেই বলে জানান।
উল্লেখ্য- নাহিয়ান ও তার পরিবার সালমান এফ রহমান ঘনিষ্ঠ বলে সিলেট এ সবাই জানেন। তার চাচা ফখর উদ্দিন আলী আহমদ সিলেট- ৬ সংসদীয় আসন থেকে স্বৈরশাসকের বিতর্কিত অবৈধ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন – এবং মনোনয়ন ফরম ও কিনেন।
Leave a Reply