সর্বশেষ :
গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র মানববন্ধন নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান এক বছরে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯% মাগুরছড়ায় খাসিয়াদের ঐতিহ্যবাহী সেং কুটস্নেম উৎসব অনুষ্ঠিত সিলেটে টিলা কেটে ঘর নির্মাণের অভিযোগে ৯ জনের নামে মামলা, গ্রেফতার ১ হবিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর সিলেটে বিএনপি নেতার প্রাইভেট কার ছিনতাই লামাকাজী ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন টাকার জন্য কোন শিক্ষাথীর্র পড়ালেখা বন্ধ হবে না: বিশ্বনাথে মিছবাহ উদ্দিন
তিন কুতুব’র আশীর্বাদে এখন গোয়াইনঘাটের চোরাচালান

তিন কুতুব’র আশীর্বাদে এখন গোয়াইনঘাটের চোরাচালান

ক্রাইম প্রতিবেদক: বৈষম্যহীন ছাত্র-আন্দোলনে রাজনৈতিক প্রেক্ষাপট গত (৫ আগষ্ট) পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিলেট জেলার চোরাচালানের স্বর্গরাজ্য গোয়াইনঘাটের চোরাচালান সিন্ডিকেটেরও হাতবদল হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে এ সিন্ডিকেট একক ভাবে নিয়ন্ত্রণ করতেন সিলেট ও গোয়াইনঘাটের তৎকালীন ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

তবে ক্ষমতার পটপরিবর্তনের পর পরই চিনি চোরাচালানের সঙ্গে ইতিমধ্যে গোয়াইনঘাট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জড়িয়ে পড়ার অভিযোগ উঠছে। যদিও বিএনপির ত্যাগী কোনো নেতাকর্মী এমন চোরাকারবারে জড়িত নয় বলে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দাবি।

নাম প্রকাশ না করার শর্তে গোয়াইনঘাটের একাধিক চোরাকারবারি জানান- ক্ষমতার পালাবদলের পর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আত্মগোপনে থেকেও স্থানীয় যুবদল-ছাত্রদল নামধারী ৪ কুতুব’র যোগসাজশে এখন চলছে গোয়াইনঘাটের চোরাচালান সিন্ডিকেট। এক কথায় এই তিন কুতুব’র আশীর্বাদে চলছে গোয়াইনঘাটের চোরাচালান!

এই তিন কুতুব হচ্ছেন- উপজেলার যুবদল নেতা- কামরুল, খায়রুল ও রাসেল।

এই তিন কুতুব নেপথ্যে থেকে তাদের অপরাপর সহযোগী- হালিম, বুলবুল, জসিম, হোসেন, জিয়া ও ছাত্রদল নেতা- আরিফুল ইসলাম, ফরিদ, কামাল, হুসেন, সোলেমান ও মোশাররফের মারফতে নিয়ন্ত্রণ করছেন চোরাচালান রাজ্য গোয়াইনঘাটের চোরাচালান সিন্ডিকেট বলে সুত্র জানায়। এই তিন কুতুবের নেতৃত্বেই উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বানের পানির মতোই দেশে আসছে ভারতীয় গরু-মহিষ, চিনি, চা-পাতা, কসমেটিক্স, কিট, শাড়ি, থ্রীপিস, লেহেঙ্গা, মদ, ফেনসিডিলসহ হরেকরকমের ভারতীয় পণ্য। এছাড়া এই তিন কুতুবের অপরাপর সহযোগীরা এসকল পণ্য নিরাপদে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সু-ব্যবস্থার কাজে নিয়োজিত রয়েছেন এমনকি বিনিময়ে যুবদল-ছাত্রদল নামধারী এই তিন কুতুবসহ সিন্ডিকেটের সদস্যরা হাতিয়ে নিচ্ছেন কাঁড়ি কাঁড়ি টাকা।

 

গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্ত এলাকার একাধিক বাসিন্দা জানান- উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন, পূর্ব জাফলং ইউনিয়ন ও রুস্তমপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা- রাধানগর, মাতুরতল, বিছানাকান্দি-হাঁদারপাড়সহ অসংখ্য সীমান্ত দিয়ে এই তিন কুতুবের নেতৃত্বে অবাধে দেশে আসছে ভারতীয় নানানরকম পণ্য সামগ্রী। এসকল পণ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই কোটি টাকার চিনি, চা পাতা, কসমেটিক, কিট, শাড়ি, থ্রীপিস, লেহেঙ্গা, মদ, ফেনসিডিল, চোরাই গাড়ি, অস্ত্রসহ বিভিন্ন পণ্য এই তিন কুতুবের হাত ধরে আসলেও এসব নিয়ে যেনও কোন মাথা ব্যাথা নেই স্থানীয় থানা পুলিশের। তবে থানা পুলিশের এমন নীরব ভূমিকার পিছনে রয়েছে কালো টাকার গল্প বলে অভিযোগ করেন তারা।

 

এদিকে, এ সকল পণ্য তামাবিল-সিলেট আঞ্চলিক মহাসড়ক, গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে নগরের পাইকারি বাজার কালীঘাট ও লালদিঘীরপাড়সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। আগে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের পৃষ্ঠপোষকতায় তাঁদের অনুসারীরা পাহাড়া দিয়ে প্রতিদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অবৈধ চোরাই চিনি ও বিভিন্ন ব্র্যান্ডের মালামালের ট্রাক সিলেট শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দিতেন এবং এখনো তা অব্যাহত আছে শুধু লাইনের নিয়ন্ত্রণে দল ও ব্যাক্তির বদল ঘটেছে মাত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff