সর্বশেষ :
গোয়াইনঘাটে ছাত্রদল নেতা লিটনের ফাঁসির রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন ফ্যাসিবাদের পুনর্বাসনকারীদের ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’ রুখে দিবে: ব্যারিস্টার আবু সায়েম বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, ৩ দিনের আল্টিমেটাল প্রদান ইতালিতে চাকরির লোভ দেখিয়ে নবীগঞ্জের ১০ যুবককে জাল ভিসা কুশিয়ারার বালু ব্যবসায়ীর প্রতারণার ফাঁদ! আদালতে মামলা তাহিরপুরে চোরাই মোটরসাইকেল বিক্রি ও মাদক ব্যবসায়ী চক্রের সাথে জড়িত পুলিশ সদস্য ইকবাল শাল্লায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে বিজয়ী ৪ কৃতি শিক্ষার্থী বিশ্বনাথে অপহরণ করে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণের কাজ দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে চরমে বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব
শাবিতে আইপিই বিভাগের দুই দিনব্যাপী ‘তিন দশক পূর্তি ও পুনর্মিলনী’

শাবিতে আইপিই বিভাগের দুই দিনব্যাপী ‘তিন দশক পূর্তি ও পুনর্মিলনী’

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তিন দশক পূর্তি উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় ক্যাম্পাসে আনন্দ র‌্যালি শেষে কেক কাটার মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘তিন দশক পূর্তি ও পুনর্মিলনী’ অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল দশটায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করিম। এছাড়া আইপিই বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, ভি-বি-মেক’র কান্ট্রি ম্যানেজার ফরহাদুর রহমান, সারা’র ডিরেক্টর সৌমিত্র ঘোষ পার্থ বক্তব্য দেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে এভারি ডেনিসন বাংলাদেশ লিমিটেডের হেড অব কান্ট্রি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ও সভাপতি হিসেবে প্রোগ্রামের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহামুদ হাসান বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘দেশ ও দেশের বাইরে আইপিই বিভাগের গ্রাজুয়েটরা সাফল্যের ধারা বজায় রেখেছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করি। এছাড়া পুনর্মিলনী উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে উঠেছে। বিভাগটির তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি।’

তিন দশক পূর্তি উদযাপনের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহামুদ হাসান বলেন, ‘দেশে স্নাতক পর্যায়ে আইপিই বিভাগ প্রথম শাবিতেই চালু হয়। আইপিই গ্রাজুয়েটরা সফলভাবে তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। বৈশ্বিকভাবে প্রতিযোগিতার লড়াইয়ে আমাদের গ্রাজুয়েটরা সফলতার স্বাক্ষর রেখেছে। বিশ্বজুড়ে শিল্প বিপ্লবকে সফল করতে আইপিই বিভাগের গ্রাজুয়েটরা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

এসময় ইন্ডাস্ট্রি এক্সপার্টরা স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে বাস্কেটবল গ্রাউন্ডে জব ফেয়ারের আয়োজন করা হয়। জব ফেয়ারে লাফার্জ হোলসিম, এস এম এল, এভেরী ডেনিসন, প্রাণ-আরএফএল লিমিটেড টেন্ট এর মাধ্যমে নতুন আগ্রহীদের থেকে সিভি জমা নেওয়া হচ্ছে।

একই দিন দুপুরে আইপিইস্ফেয়ার কনটেক্সটে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আইপিইস্ফেয়ার কনটেক্সটের তিনটি প্রতিযোগিতায় (কেইস কম্পিটিশিন, কম্পিউটার এইডেড ড্রয়িং (ক্যাড), প্রজেক্ট ফেয়ার) বিজয়ীদের মাঝে প্রায় আড়াই লাখ টাকার পুরষ্কার বিতরণ করা হয়।

দ্বিতীয় দিন শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সামাজিক আড্ডা, পরিবার ও শিশুদের আনন্দঘন সময়: বিভিন্ন খেলা ও বিনোদন, অ্যালামনাই বনাম একাডেমিয়া (ক্রিকেট ও ফুটবল ম্যাচ), বিশেষ অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার বিতরণ, লাকি ড্র, র‌্যাফেল ড্র ও সর্বশেষ ওইদিন সন্ধায় উন্মুক্ত কনসার্টের মধ্য দিয়ে প্রোগামের সমাপ্তি হবে। কনসার্টে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও এভয়েড রাফা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff