নির্বাচনে দায়িত্ব পালনে পেশাগতভাবে প্রস্তুত বিজিবি

নির্বাচনে দায়িত্ব পালনে পেশাগতভাবে প্রস্তুত বিজিবি

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ :
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।

বুধবার (সকাল সাড়ে ১১টা) সুনামগঞ্জ ২৮ বিজিবির প্রেস কনফারেন্স হলরুমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজিবি অধিনায়ক জানান, সেক্টর সদর দপ্তর সিলেটের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ জেলার ১০টি সংসদীয় আসনের ২৩টি উপজেলায় মোট ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন করবে। সীমান্তবর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী আরও পাঁচটি উপজেলা ও অন্যান্য ১২টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, সুনামগঞ্জ জেলা হাওরবেষ্টিত ও দুর্গম এলাকা হওয়ায় নির্বাচনী দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সড়ক ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থাও করা হবে।

জাকারিয়া কাদির আরও জানান, সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনের অন্তর্ভুক্ত ১০টি উপজেলায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী তিনটি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী আরও একটি উপজেলা ও অন্যান্য ছয়টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি।

তিনি বলেন, জেলার ১০টি উপজেলায় মোট ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। উপজেলা ভিত্তিক ব্যাজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে সদস্যরা। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি বিজিবি সদস্যকে ইতোমধ্যে রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় মহড়াও সম্পন্ন হয়েছে। সব সদস্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত, দৃঢ় প্রতিজ্ঞ ও আত্মবিশ্বাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff