বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির গভীর শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির গভীর শোক

একুশে সিলেট ডেস্ক

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান জুবেদ ও সাধারণ সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন আকাশ এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং কোটি মানুষের প্রিয় অভিভাবক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। দেশ ও জাতির এই চরম ক্রান্তিলগ্নে তাঁর মতো একজন দূরদর্শী নেত্রীর প্রয়াণ বাংলাদেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি।

নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়া আজীবন শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁর অদম্য সাহস ও দৃঢ়তা দেশবাসীর জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

শোকবার্তায় শহীদ ওয়াসিম ব্রিগেডের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বিশ্বজুড়ে থাকা তাঁর অগণিত অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তাঁরা দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff