জামালগঞ্জে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮.১০শতাংশ , জিপিএ-৫ ১৭ জন

জামালগঞ্জে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮.১০শতাংশ , জিপিএ-৫ ১৭ জন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 
চলতি বছর(২০২৫) সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ১০শতাংশ। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১০২৫ জন, যার মধ্যে ৬৯৮জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ অর্জন করেছে ১৭ জন শিক্ষার্থী। জানা যায়, এ কেন্দ্রে ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। যেখানে ১৫৫ জনের মধ্যে ১৩৫জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭জন। পাসের হার ৮৭.১০ শতাংশ।

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৬৫ জন, পাস করেছে ৯১ জন, পাসের হার ৫৫.১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৮২ জন, পাস ৫৭ জন, পাসের হার ৬৯.৫১শতাংশ।জিপিএ -৫ পেয়েছে ১জন। ভীমখালী উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১২৮ জন, পাস ৭৯ জন। পাসের হার ৬১.৭২শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১জন।

সাচনা বাজার উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১৬৭জন, পাস ১৩৩ জন, পাসের হার ৮০.৬১শতাংশ। জিপিএ-৫পেয়েছে ১জন।

আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১৪০ জন, পাস ৭৮ জন। পাসের হার ৫৫.৭১শতাংশ। বেহেলী উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৭২ জন, পাস ৩৬ জন। পাসের হার ৫০.০০শতাংশ। হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ২৩ জন, পাস ১৯ জন, পাসের হার ৮২.৬১শতাংশ। আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৫৯ জন, পাস ৪৪ জন, পাসের হার ৭৪.৫৮শতাংশ।
আলহাজ্ব ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৩৪ জন, পাস ২৬ জন, পাসের হার ৭৬.৪৭শতাংশ।

অপরদিকে দাখিল পরীক্ষায় জামালগঞ্জ উপজেলার নওয়াগাঁও দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২০০ জন। এর মধ্যে পাস করেছে ৬৫ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৩২.০৫ শতাংশ।

জানা যায়, এ কেন্দ্রে ৬টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে হাজী জুলেখা তায়েব দাখিল মাদ্রাসা, যেখানে ১১ জনের মধ্যে ৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৪.৫৫ শতাংশ।
লক্ষ্মীপুর তাওয়াক্কুলীয়া দাখিল মাদ্রাসা মাদ্রাসা – পরীক্ষার্থী: ২৬, পাস:১২জন , পাসের হার৪৬.১৫শতাংশ। শুকদেবপুর দাখিল মাদ্রাসা – ৩৭ জনের মধ্যে ১২ জন পাস (৩২.৪৩শতাংশ)। নওয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা – ৭৮ জনের মধ্যে ২৬ জন পাস (৩৩.৩৩শতাংশ)। কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা –২০ জনের মধ্যে ০৬ জন পাস (৩০শতাংশ)। লক্ষ্মীপুর তায়ীদুল ইসলাম রহমানিয়া দাখিল মাদ্রাসা – ২৮ জনের মধ্যে ০৩ জন পাস (১০.৭১শতাংশ )।

ফলাফল প্রকাশের পর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কোনো কোনো বিদ্যালয় ও মাদ্রাসায় সন্তোষজনক ফল করলেও অনেক প্রতিষ্ঠানই আশানুরূপ ফল করতে পারেনি।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, চলতি বছর জামালগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ১,০২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৯৮ জন। ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ সহ সকল উর্ত্তীণ শিক্ষার্থীদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন।

ফলাফলে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবস্থান ভালো হলেও অধিকাংশ প্রতিষ্ঠান আশানুরূপ ফল অর্জন করতে পারেনি। আগামীতে শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff