টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। রোববার (২২ জুন) রাতে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ-টাওয়ার ও তার আশপাশের এলাকায় কোনো হাউসবোট প্রবেশ করতে পারবে না।

এই নির্দেশনা দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাওরের প্রাকৃতিক পরিবেশ, জলজ প্রাণী ও পাখিদের সুরক্ষা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, হাওরের জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার অন্যান্য পর্যটন এলাকাগুলোতেও প্রশাসনের জারি করা নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করতে পর্যটকদের অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, বর্ষাকালে টাঙ্গুয়ার হাওরে বিভিন্ন জলজপ্রাণী ও পাখির প্রজননের মৌসুম শুরু হয়। এ সময় অতিরিক্ত নৌযান চলাচল তাদের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটায়।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, “টাঙ্গুয়ার হাওর একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে পর্যটন অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। গত দুই দশকে হাওরের প্রায় ৭০ শতাংশ জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে, যদিও এ নিয়ে নির্দিষ্ট কোনো গবেষণা নেই। আমরা চাই সরকার এই হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিক এবং প্রয়োজনীয় গবেষণা চালাক।”

হাওরের পরিবেশ রক্ষায় প্রশাসনের এই সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন অনেকেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff