জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে রমজানের পবিত্রতা রক্ষায় জমিয়তের মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি জামালগঞ্জ উপজেলা পরিষদ গেইট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাচনা বাজার মারকাজ মসজিদে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে জমিয়ত নেতা মাওলানা আলতাফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির, সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা মতিউর রহমান প্রমুখ।
Leave a Reply