ভাটি বাংলার বরপুত্র বাবরকে পথে পথে সংবর্ধনা

ভাটি বাংলার বরপুত্র বাবরকে পথে পথে সংবর্ধনা

একুশে সিলেট ডেস্ক
সদ্য কারামুক্ত, ভাটি-বাংলার বরপুত্র বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ এলাকা নেত্রকোনা যাওয়ায় সময় পথে পথে সংবর্ধিত হয়েছেন। এ নেতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করতে নির্মাণ করা হয় তার ছবি সংবলিত তোরণ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলার ভালুকা, ত্রিশাল, সদর, তারাকান্দা ও গৌরীপুর উপজেলার বেশ কয়েকটি স্পটে এসব সংবর্ধনার আয়োজন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রথমে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ভালুকা, ত্রিশালের পর ময়মনসিংহ বাইপাস মোড় এলাকায় মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এবং তরুণ ছাত্রনেতা নাফিউল্লাহ অন্তর পক্ষ থেকে শম্ভোগঞ্জ ব্রিজ সংলগ্ন গেটের সামনে দাঁড়িয়ে ময়মনসিংহ মহানগর ছাত্রদল ও সাধারণ মানুষ পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজারে তোরণ নির্মাণ ও আনন্দ মিছিল করে লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা।

সর্বশেষ গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী নেত্রকোনা সড়কে শুভেচ্ছা জানান সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আহম্মেদ তায়েবুর রহমান হিরন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার কালবেলাকে বলেন, কারামুক্ত হওয়ার পর প্রথমবার তিনি তার নিজ এলাকায় ফেরার খবরে পথে পথে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। তিনি দেশের জন্য লুৎফুজ্জামান বাবরের ত্যাগ আমাদের জন্য দৃষ্টান্ত এবং অনুকরণীয়। ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো ভেঙে পড়েননি।

দলীয় সূত্রে জানা যায়, বিকেলে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা সদরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাতেই তার নিজ বাড়ি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের মদন উপজেলার ভাদেরা গ্রামে যাবেন। সেখানে রাত্রিযাপন শেষে ২৪ ফেব্রুয়ারি খালিয়াজুরী উপজেলা এবং ২৫ ফেব্রুয়ারি মোহনগঞ্জ উপজেলায় জনসমাবেশে যোগ দেবেন। এ ছাড়াও ৩ দিনের এ সফরে তিনি নেত্রকোনা জেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

সূত্রটি আরও জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকারের ১০ ট্রাক অস্ত্রসহ অসংখ্য মামলায় দণ্ড দিয়ে লুৎফুজ্জামান বাবরকে কারাগারে আটকে রাখে। অবশেষে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার চলতি বছরের ১৬ জানুয়ারি টানা ১৭ বছর কারাভোগ শেষে মুক্তি লাভ করেন।

সংসদ নির্বাচনী তথ্য সূত্রে জানা গেছে, মো. লুৎফুজ্জামান বাবর ৫ম জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ সালে তিনি বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। কিন্তু পরবর্তীতে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff