তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে একজন শ্রমিকের মৃত্যু ঘটনাকে হাতিয়ার করে অপপ্রচার লিপ্ত রয়েছে একটি সরকারী বিরোধীদল। এই অপপ্রচারের কারনে বিভ্রান্ত হচ্ছে জনগন আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্বিগ্ন ও বিব্রত বোধ করছে।
এনিয়ে উপজেলাবাসী কয়েকবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এরপরও থেমে নেই এই সাইবার সন্ত্রাসীদের কাজ।
সম্প্রতি যাদুকাটা নদীতে এক শ্রমিক হার্ডে সমস্যা নিয়ে কাজ করা অবস্থায় নিহত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিলনা। কিন্তু সে ঘটনাকে তিলকে তাল বানিয়ে বিভ্রান্ত ছাড়াচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা।
এনিয়ে সচেতন মহল তাহিরপুর সুনামগঞ্জ জেলা জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। সেই সাথে সাংবাদিক মহলেও ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের বাসিন্দা জানান,এ গ্রামের একজন আছে সে ঐসব অপপ্রচারকারীদের উস্তাদ। ঐসব অপপ্রচারকারীরা সংঘবদ্ধ ও চিহ্নিত। তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই বিভিন্ন ফেইক ইমেল এড্রেস দিয়ে দেশের সকল পত্রিকার বিভ্রান্তি কর লেখা পাঠিয়ে ব্যক্তি,প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নাজেহাল করছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার দাবী জানিয়ে আসছেন তাহিরপুর ও সুনামগঞ্জ জেলা বাসী।
যাদুকাটা নদীতে নিহতের আত্মীয় মোহাম্মদ মৌলা মিয়া জানান,নিহত আমার আত্নীয় হার্ডের রোগী ছিল। এছাড়াও বুকে ব্যথ্যা ছিল দীর্ঘদিন ধরে। কাল হঠাৎ নৌকায় বসে থাকা অবস্থায় অসুস্থ হলে আমার বাড়িতে এনে গ্রাম্য ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে মারা গেছে। আজাদ উল্টা পাল্টা লেখতাছে তার ধর্মে দিছে লেখতাছে আল্লাহ তার বিচার করবো। আমরার কোনো অভিযোগ নাই।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,অপপ্রচারকারীরা তাহিরপুর উপজেলার ঘটে যাওয়া যে কোন ঘটনার মুল ঘটনা আড়াল করে মিথ্যা তথ্য প্রকাশ করছে। এতে জনগন বিভ্রান্ত হচ্ছে আর প্রশাসনও বিব্রত অপপ্রচারকারীদের বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply