একুশে সিলেট ডেস্ক
লন্ডন মহানগর বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা ইফতেখার হোসেন চৌধুরী সাকী বলেছেন, পরিপূর্ণ সংস্কার করার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচিত সরকারের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণ সংস্কার করতে পারব।
তিনি বলেন, এখন পর্যন্ত রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এ ষড়যন্ত্র বন্ধ করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
যুক্তরাজ্যের লন্ডনের আলতাব আলী পার্কে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে ইফতেখার হোসেন চৌধুরী সাকী বলেন, আপনারা যদি সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করেন, তাহলে এ দেশের সাধারণ মানুষ এটাকে কোনোভাবেই মেনে নেবে না।
দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ ও সংগ্রাম করে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই গণতান্ত্রিক রাষ্ট্রই জনগণকে সঙ্গে নিয়ে পরিপূর্ণ সংস্কার করতে পারে।
Leave a Reply