অপারেশন ডেভিল হান্ট : সারা দেশে একদিনে ৬০৭ জন গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট : সারা দেশে একদিনে ৬০৭ জন গ্রেফতার

একুশে সিলেট ডেস্ক
দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে সারাদেশে ২৪ ঘণ্টায় ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে গ্রেফতার হয়েছেন আরও ১ হাজার ১৬৮ জন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গতকাল সোমবার রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৬০৭ জনকে এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে ১ হাজার ১৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইনামুল হক সাগর বলেন, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, ওয়ান শুটারগান একটি, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, দুটি চাপাতি, ৬টি রামদা, ১৩টি চাকু, কুড়াল দুটি, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল ও দুটি লাঠি উদ্ধার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff