শামসুল কাদির মিছবাহ (মুন্সি) সুনামগঞ্জ:
বাউল সম্রাট শাহ আবদুল করিম লোক উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে দুদিন ব্যাপী এই লোক উৎসব শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে শেষ হয়। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষ অংশ নেন। এ ছাড়া বিদেশ থেকেও অনেকে ভক্ত-অনুরাগী এসেছিলেন এই উৎসবে।
বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মরণে ২০০৬ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে শাহ আবদুল করিম পরিষদ। তাঁর ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও তাঁর ছেলে শাহ নুর জালালের সভাপতিত্বে শুক্রবার আলোচনাসভা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়। এই উৎসব উপলক্ষে পথে পথে বসেছিল গানের আসর। উৎসব ঘিরে মেলাও বসেছিল উজানধল গ্রামের মাঠে।
উৎসবে আসা বাউল করিমের শিষ্য আবদুর রহমান বলেন, আমি ছিলাম উনার শিষ্য। উনার সাথে আমি ৩৬ বছর কাটিয়েছি। শাহ আবদুল করিম সাধারণ মানুষের দু:খে কান্না করতেন, আর তাদের সুখে হাসতেন।
কুষ্টিয়ার থেকে আগত জনৈক লালন প্রেমী বলেন, আমি এই প্রথম আসলাম লোক উৎসবে। একজন গুণী বাউলের বাড়িতে এসে আমার খুবই ভালো লাগছে।তাঁকে দেখি নাই, তাঁর গান শুনে প্রেমে পরেছি।
কুয়েত শাহ আবদুল করিম পরিষদের সভাপতি জোবায়ের আহমদ বলেন, আমরা এখানে গাড়ি করে এসেছি। পথে পথে গানের আসর করেছি। আমরা দীর্ঘদিন ধরে কুয়েতে শাহ আবদুল করিম স্মৃতি পরিষদের কাজ করে যাচ্ছি। বাউল শাহ আবদুল করিমের ভক্ত-অনুরাগী সারা বিশ্বে ছড়িয়ে আছে।
Leave a Reply