২৪ ঘন্টার ব্যবধানে গোয়াইনঘাটে ২ কলেজ ছাত্রসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু , এলাকাজুড়ে শোকের ছায়া

২৪ ঘন্টার ব্যবধানে গোয়াইনঘাটে ২ কলেজ ছাত্রসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু , এলাকাজুড়ে শোকের ছায়া

হুমায়ুন কবির, গোয়ইনঘাট
২৪ ঘন্টার ব্যবধানে সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে এর মধ্যে মধ্যে সড়ক দু-র্ঘ-টনায় ২ জন ও বার্ধক্যজনিত কারনে ১ জন ও প্রসবকালীন কারনে ১ জনের সহ মোট চার জনের মৃত্যু হয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন নিহতদের আত্মীয় খাইরুল ইসলাম।

জানা যায় অধ্য বোধবার ২২ জানুয়ারি বেলা দুই ঘঠিকার সময় গোয়াইনঘাট সরকারী কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিফাত আহমেদ কিবরিয়া (১৯) ও আবু সুফিয়ান(২০) নামে একই পরিবারের চাচা ভাতিজা সম্পর্কে দুই পরীক্ষার্থী। উপজেলার সালুটিকর – গোয়াইনঘাট রাস্তার সতি নামক স্থানে পৌঁছলে অপরদিকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উপস্থিত লোকজন রিফাত আহমদ কিবরিয়া ও আবু সুফিয়ানকে উদ্ধার করে গোয়াইনঘাট মেডিকেলে নিয়ে কর্তব্যরত ডাক্তার রিফাত আহমদ কিবরিয়া কে মৃত ঘোষণা করে ও সুফিয়ান কে সিলেট উসমানী মেডিকেলে নেওয়ার পর ডাক্তার সুফিয়ানকে ও মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত আহমেদ কিবরিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে ও আবু সুফিয়ান একই পরিবারের ফরিদ আহমেদর ছেলে।তারা দুজই গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহের প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

এর পূর্বে গতকাল মঙ্গলবার দিনে একই পরিবারের নিহত কিবরিয়ার চাচী সয়জুন বেগম (৮০)এক নামে এক মহিলার বার্ধক্যজনিত কারনে ও কিবরিয়ার ভাইয়ের বউ রেফা বেগম (৩৫)স্বামী কয়েছ আহমদ নামে অপর মহিলা প্রসবজনিত কারনে মৃত্যুবরন করেন। দু-দিনের মধ্যে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় গোয়াইনঘাট উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব সহ বিশিষ্টজন। রিপোর্ট লেখা পর্যন্ত দুই মহিলার দাফন সম্পন্ন হয়েছে ও সড়ক দু-র্ঘ-টনায় নিহত কলেজ ছাত্র কিবরিয়া ও সুফিয়ানের মরদেহ সিলেট ওসমানী মেডিকেলের ফরেন্সিক ওয়ার্ডে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff