হেলসের ঝড়ো সেঞ্চুরিতে রংপুরের কাছে স্বাগতিক সিলেটের হার

হেলসের ঝড়ো সেঞ্চুরিতে রংপুরের কাছে স্বাগতিক সিলেটের হার

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের যাত্রা শুরু হয়েছে। যেখানে প্রথম ম্যাচেই অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে ৪ ম্যাচের ৪টিতেই জিতে শীর্ষে রয়েছে দলটি।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের নবম ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা সিলেট রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৬ বল বাকি থাকতেই ২১০ করে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য প্রথম ওভারেই ধাক্কা খায় রংপুর। তানজিম হাসান সাকিবের বলে ব্যক্তিগত শূন্য রানে ফেরেন ওপেনার আজিজুল হাকিম। তবে ম্যাচের বাকি অংশে সিলেট বোলারদের কাঁদিয়ে ছাড়েন হেলস ও সাইফ হাসান। দ্বিতীয় উইকেট জুটিতে ১৮৬ রান তোলেন তারা। ১০১ বলে ছিল তাদের জুটি।

প্রায় সমান তালে ব্যাটিং করা সাইফ অবশেষে ১৮তম ওভারে বিদায় নেন। তানজিম সাকিবের দ্বিতীয় শিকারে মাঠ ছাড়ার আগে ৪৯ বলে ৩টি চার ও ৭টি চারে ৮০ রান করেন। তবে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন হেলস। এই ইংলিশ ব্যাটার ৫৬ বলে ১০টি চার ও ৭টি চক্কায় ১১৩ করেন। চলমান আসরে কোনো ব্যাটারের এটি তৃতীয় সেঞ্চুরি।

টস জিতে এর আগে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৭ রান তোলেন রনি তালুকদার ও জর্জ মুন্সে। মুন্সে ১৮ রানে বিদায় নেন। তবে ঝড়ো ফিফটি করেন রনি। তিনি মেহেদী হাসানের বলে আউট হওয়ার আগে ৩২ বলে ৭টি চাপর ও ৩টি ছক্কায় ৫৪ করেন।

তিন নম্বরে নামা জাকির হাসানও হাফসেঞ্চুরির দেখা পান। তিনি ৩৮ বলে ৪টি ছক্কায় ৫০ করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন। শেষ দিকে ঝড় তোলেন অ্যারন জোন্স ও জাকের আলী। জোন্স ১৯ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। জাকেরও ৫ বলে ৩টি ছক্কায় ২০ করে অপরাজিত থাকেন।

রংপুর বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান সাইফউদ্দিন। আর মেহেদী ও আকিফ জাভেদ একটি করে উইকেট দখল করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff