সিলেটের গোয়াইনঘাট উপজেলা ৬নং ফতেপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সংগঠন নাদিয়াতুল কুরআন শিক্ষা বোর্ড ফতেপুর এর ৯ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া এশায়াতুল উলুম দারুল হাদিস ফতেপুর মাদ্রাসায় ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকা হইতে দুপুর দুই ঘটিকা পর্যন্ত উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আখলাক হোসাইন ও পরীক্ষার নিয়ন্ত্রক মাওলানা শামসুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ইউনিয়নের ২৫টি মসজিদ থেকে চার শ্রেণীতে মোট ৫৪৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চার শ্রেণীতে মোট ১২ জন পরীক্ষক অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালীন বিভিন্ন দায়িত্ব আদায় করেন সহ-সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন, মাওলানা সালমান আহমদ ও মাওলানা সিফাতুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌধুরী ও মাওলানা দেলোয়ার হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাওলানা লোকমান আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ মাওলানা সাজেদুর রহমান শামীম ও মাহফুজুর রহমান ফাহিম, প্রচার সম্পাদক মাওলানা শাহারুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান প্রমুখ। প্রেস বিঞ্জপ্তি
Leave a Reply