জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে গাছ থেকে পড়ে আলী আহমদ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের রনিফৌদ গ্রামের এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রনিফৌদ গ্রামের আল আমিনের বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন নিহত আলী আহমদ। দুপুর ২টার দিকে গাছের উপরে থাকা অবস্থায় নিহত শ্রমিক আলী আহমদ প্রচন্ড পেট ব্যাথা অনুভব করেন। এসময় গাছ থেকে দ্রুত নেমে আসতে চাইলে অসাবধানতাবশতঃ গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. হিল্লোল সাহা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডা. হিল্লোল সাহা বলেন, হাসপাতালে আনার সময় সড়কেই তার মৃত্যু হয়েছে। গাছ থেকে পড়ে বাম চোখের উপরে মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উক্ত ঘটনায় আলী আহমদের স্ত্রী অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
Leave a Reply