ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি ৫৬ তরুণ-তরুণীর

ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি ৫৬ তরুণ-তরুণীর

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ঘুষ ও তদবির ছাড়াই শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবলে চাকরি পেলেন জেলার ৫৬ জন তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইন আবেদনসহ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে জেলাপুলিশ লাইন্স ড্রিল শেডে নির্বাচিত ৫৬ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

পরে উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এই নিয়োগকে কোনো রকম তদবির বা সুপারিশ না করায় মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার নিয়োগপ্রাপ্তদের বলেন, যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমি আশা করবো তোমরাও সাধারণ জনগণকে সে রকম সততা, নিরপেক্ষতা এবং দুর্নীতিমুক্ত হয়ে পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করবে।

জানা যায়, এই নিয়োগে মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে মোট ১ হাজার ৫ শত ২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৪৭৫ জন প্রার্থী গত ২৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় উত্তীর্ণ ৯১ জন প্রার্থী বুধবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্বাচিত ৫৬ জনের মধ্যে উপজাতি কোটায় একজন এবং সাধারণ কোটায় ৫৫ জন। এ ছাড়া ৬ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো। শামসুল হকসহ নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff