কুলাউড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলে মিলে কাজ করার আহবান

কুলাউড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলে মিলে কাজ করার আহবান

কুলাউড়া প্রতিনধি
মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে থানা প্রাঙ্গণে থানাপুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম)।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সবাইকে গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, আমরা হিন্দু-মুসলিম সবাই এক বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু শব্দটি আমরা ব্যবহার করতে চাইনা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দকে নিজ নিজ প্লাটফর্ম থেকে কাজ কর‍তে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে প্রতিবাদ করতে তিনি সবাইকে আহবান জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান। বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পুলিশ কাজ করে যাচ্ছে। কোনোভাবেই কাউকে এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না। যদি কোনো গোষ্ঠী বা কুচক্রী মহল ধর্মের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তা কঠোর হস্তে দমন করা হবে।

থানার উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, শামীম আহমদ চৌধুরী, হাজী রফিক মিয়া ফাতু, আলমগীর হোসেন ভুঁইয়া, দেলোয়ার হোসেন ও শামীম আহমদ, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, হেফাজতে ইসলামী নেতা মাও. নিজাম উদ্দিন, ইউপি সদস্য মারুফ আহমদ নাজিম, খেলাফত মজলিশ নেতা সাইফুল ইসলাম কুতুব, ইসলামী আন্দোলন নেতা ফখরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. অরুণাভ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরা দে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারেক আহমদ ও রায়হান আহমদ, রংগীরকুল বিদ্যাশ্রমের ইসকন নিশি পল্লব দাস, পুশাইনগর মন্দিরের পুরোহিত দামোদর মহারাজ প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff