সুবর্ণা হামিদ
SCG প্রকল্পের অধীনে “হিজড়া যুব কল্যাণ সংস্থার” উদ্যোগে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের সরকারি-বেসরকরি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বুধবার ২০ নভেম্বর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক আব্দুর রফিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন – হিজড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্য শুরু হয় তাদের পরিবার থেকে।
তাই পরিবারের সহযোগিতা ছাড়া এই বৈষম্য দূর করা সম্ভব নয়, তাদের উচিৎ পরিবারে সাথে থাকা। কিন্তু এটা বিভিন্ন কারণে সম্ভব হয় না। তার পরও চেষ্টা করতে হবে এবং তাদের জন্য যত ধরনের সহযোগিতা সম্ভব আমরা করবো। জীবন মান উন্নত করার জন্য তাদের আরো সচেতনতা দরকার বলে মনে করেন তিনি।
প্রকল্প সমন্বয়কারী সাখাওয়াৎ হোসেন এর সঞ্চালনায় ও হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি সুক্তা হিজড়ার সহযোগিতায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট এর কর্মকর্তা।
এছাড়া সভায় সাংবাদিক, শিক্ষক,আইনজীবী এনজিও প্রতিনিধি সহ সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধিগন সহ সকল টিম মেম্বারগন উপস্থিত ছিলেন।
Leave a Reply