স্পোর্টস ডেস্ক
দীর্ঘ ১২ বছরের শিক্ষা জীবনের সমাপ্তি ঘটিয়ে বিশেষ উৎসবে যোগ দিতে যখন গোল্ড কোস্টে চলে গেল বন্ধুরা, লুসি হ্যামিল্টন তখন নামলেন ক্রিকেট মাঠে। আর সেখানেই তিনি পেয়ে গেলেন জীবনের সেরা দিনগুলোর একটি। বাঁহাতি পেসার গড়লেন বিগ ব্যাশ ইতিহাসে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নেয়ার রেকর্ড।
উইমেন’স বিগ ব্যাশ লীগে রোববার মেলবোর্ন স্টারসের ব্যাটিং গুঁড়িয়ে দিয়ে ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ৮ রানে ৫ উইকেট নেন লুসি হ্যামিল্টন। তার দুর্দান্ত বোলিংয়ে পাওয়া ৬ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ব্রিসবেন হিট।
ছেলে ও মেয়েদের বিগ ব্যাশ মিলিয়েই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেয়া বোলার এখন সদ্য স্কুল পেরোনো লুসি হ্যামিল্টন। মাত্র ১৮ বছর ১৯৩ দিন বয়সে এই কীর্তি গড়লেন তিনি। ২০১৭ সালে ১৮ বছর ২৯৬ দিন বয়সে ৫ উইকেট নিয়ে এই রেকর্ড এত দিন ছিল ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অধিনায়ক হেইলি ম্যাথিউসের। ব্রিসবেনের প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নিলেন বিগ ব্যাশের আগের সাত ম্যাচে উইকেটশূন্য থাকা লুসি।
দিন দশেক আগেও স্কুলজীবনের শেষ পরীক্ষা কিউসিইতে (কুইন্সল্যান্ড সার্টিফিকেট অব এডুকেশন) ব্যস্ত ছিলেন হ্যামিল্টন। এক যুগের পড়াশোনা অধ্যায় শেষ হওয়ার পর শনিবার গোল্ড কোস্টে ‘স্কুলি’ উৎসবে যোগ দিয়েছেন তার বন্ধুরা। বিগ ব্যাশ চলতে থাকায় বন্ধুদের সঙ্গে যেতে পারেননি ১৮ বছর বয়সী পেসার।
টস হেরে ফিল্ডিং করতে নেমে চতুর্থ ওভারে জোড়া উইকেট নেন বাঁহাতি পেসার। ইয়াস্তিকা ভাটিয়ার পর অ্যানাবেল সাদারল্যান্ডকে আউট করেন তিনি। পরে নবম ওভারে হ্যামিল্টনের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি তাড়া করে কট বিহাইন্ড হন শীর্ষ অজি ব্যাটার ম্যাগ ল্যানিং।
নিজের পরের ওভারে টেস ফ্লিনটফকে আউট করেন লুসি হ্যামিল্টন। আর স্পেলের শেষ ওভারে দিপ্তি শর্মাকে এলবিডব্লিউ করে বিগ ব্যাশ ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন ব্রিসবেনের তরুণ পেসার।
২০২২ সালের সিডনি থান্ডারের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের পেসার মেগান শুট। এছাড়া দুবার ৮ রানে ৫ উইকেট আছে শুটের সতীর্থ অ্যামান্ডা-জেড ওয়েলিংটনের।
হ্যামিল্টনের দারুণ বোলিংয়ে ১৩৮ রানে গুটিয়ে যায় মেলবোর্ন। পরে জেমিমা রদ্রিগেসের ৩১ বলে ৪৫ রানের সৌজন্যে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ব্রিসবেন। ম্যাচ সেরার পুরস্কার ওঠে লুসির হাতেই।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে ‘স্কুলি’ বাদ দিয়ে ইতিহাস গড়ার রোমাঞ্চের কথা বলেন তিনি। লুসি হ্যামিল্টন বলেন, ‘আমার সব বন্ধুরা এখন গোল্ড কোস্টে স্কুলিতে মজা করছে! মাঠে নামার সময় নিজের ওপর আস্থা রাখার চেষ্টা করছিলাম। প্রথম উইকেট পাওয়া এবং এরপর ৫ উইকেট… সবাই আমাকে ঘিরে রেখেছে, সত্যিই খুবই রোমাঞ্চকর ছিল। আমার ধৈর্য ধরতে হয়েছে। কয়েক ম্যাচ খেলার পর অবশেষে ফল এসেছে।’
২০২২ সালে কুইন্সল্যান্ড ফায়ারের হয়ে উইমেন’স ন্যাশনাল ক্রিকেট লীগে অভিষেক হ্যামিল্টনের। একই বছরের শেষ দিকে তিনি প্রথমবার খেলেন বিগ ব্যাশে। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ১০.৮০ গড়ে ৫ উইকেট নেন বাঁহাতি পেসার।
Leave a Reply