একুশে সিলেট ডেস্ক
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এটিএম ফয়েজ’র অফিসে বহিরাগতদের মহড়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সিলেট জেলা ও দায়রা জজ আদালতের ৩নং বার হলের দ্বিতীয় তলায় তার কক্ষের সামনে মহড়া দেয় বলে জানা গেছে।
ঘটনার বিষয়টি জানতে চাইলে এটিএম ফয়েজ বলেন, আজকে আমি সিলেট জেলা ও দায়রা জজের মামলা গুলো পরিচালনা করে আমি আমার চেম্বারে আসি। অনেক আইনজীবী আমাকে সেখানে ফুলের তুরা দিয়ে অভিনন্দন জানিয়েছে। আদালতের কাজ শেষ করে আমি বাসায় আসার পর শুনলাম কিছু বহিরাগতরা আমার চেম্বারে গিয়ে আমাকে খোজাখুজি করেছেন আমি তার তীব্র নিন্দা জানাই। আগামীদিনে যদি এইরকম উশৃংখলতা করে তাহলে তাদের বিরুদ্ধে আমি আইনিপদক্ষেপ গ্রহণ করব।
উল্লেখ, রোববার (২০ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী আইজীবী ফোরামের নেতারা এ দুই পিপিকে কথিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী দাবি করে চেম্বারে সামনে উত্তেজনা করতে দেখা যায়। সম্প্রতি নিয়োগ পাওয়া সিলেট আদালতের দুই পাবলিক প্রসিকিউটর (পিপি) এটিএম ফয়েজ এবং মুজিবুর রহমানের রুমে তালা দিয়েছেন কিছু আইনজীবীরা।
Leave a Reply