এইচএসসিতে পাসের হারে শীর্ষে সিলেট, বেড়েছে জিপিএ-৫

এইচএসসিতে পাসের হারে শীর্ষে সিলেট, বেড়েছে জিপিএ-৫

একুশে সিলেট ডেস্ক

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার চমক দেখিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। এ বোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, যা সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের মধ্যে সর্বোচ্চ। সিলেট শিক্ষাবোর্ডে শুধু পাসের হারই বাড়েনি, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী।
অন্যদিকে, এ বছর পাসের হারে তলানিতে রয়েছে ময়মনসিংহ শিক্ষাবোর্ড। বোর্ডটিতে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

গত বছর এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার প্রায় ১২ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, ময়মনসিংহ বোর্ডে ২০২৩ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ৪৪ শতাংশ। সেই হিসাবে বোর্ডটিতে এবার পাসের হার ৭ শতাংশের বেশি কমেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সবকটি বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। ফলাফলের সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, পাসের হারে এ বছর শীর্ষে থাকা সিলেট বোর্ডের পরেই রয়েছে বরিশাল বোর্ড। বরিশালে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। তার কাছাকাছি অবস্থানে রাজশাহী বোর্ডও। রাজশাহীতে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ।

পাসের হারে এরপর পর্যায়ক্রমে রয়েছে ঢাকা বোর্ড ৭৯ দশমিক ২১ শতাংশ, দিনাজপুরে ৭৭ দশমিক ৫৬ শতাংশ, কুমিল্লায় ৭১ দশমিক ১৫ শতাংশ, চট্টগ্রামে ৭০ দশমিক ৩২ শতাংশ, যশোরে ৬৪ দশমিক ২৯ শতাংশ।

সিলেট শিক্ষাবোর্ডে শুধু পাসের হারই বাড়েনি, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৬৯৯ জন শিক্ষর্থী। এ হিসেবে সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ বেড়েছে ৯৯৯টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff