কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাই শামীম মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মহসিন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর বিদেশে আত্মগোপনে থাকার পর শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত মহসিন মিয়াকে আদালতে সোপর্দ করে কুলাউড়া থানা পুলিশ। তিনি ধামুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার আপন বড় ভাই শামীম মিয়াকে হত্যা করেন। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা নম্বর-১১ দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত মহসিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
হত্যাকাণ্ডের পরপরই দেশ ছেড়ে কাতারে পালিয়ে যান মহসিন মিয়া। পরবর্তীতে তিনি পর্তুগালে অবস্থান করেন। সম্প্রতি দেশে ফেরার পর পুলিশের গোয়েন্দা নজরদারিতে আসেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন, এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply