সর্বশেষ :
সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শনে যুগ্ম সচিব শামিমা

সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শনে যুগ্ম সচিব শামিমা

মাধবপুর প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন অধিশাখা) শামিমা বেগম রবিবার (৩১ আগস্ট) হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি চুরির ঘটনা এবং পরবর্তীকালে হামলার শিকার দুই সাংবাদিকের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে যুগ্ম সচিব শামিমা বেগম সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন করেন। তিনি সেগুন গাছ চুরির স্থান সরেজমিনে দেখেন এবং দৈনিক কালবেলা’র প্রতিনিধি মোজাহিদ মুশি এবং দৈনিক বাংলা টাইমস-এর জেলা প্রতিনিধি ত্রিপুরারি দেবনাথের ওপর হামলার বিষয়ে তাদের বক্তব্য শোনেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, সহকারী বন সংরক্ষক জামিল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

পরিদর্শন শেষে যুগ্ম সচিব শামিমা বেগম সাংবাদিকদের জানান, সেগুন গাছ চুরি এবং সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও বন বিভাগ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ঘটনা নতুন নয়, এবং এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন।

যদি আপনি এই পরিদর্শনের একটি ছবি বা ঘটনার সাথে সম্পর্কিত কোনো ভিজ্যুয়াল দেখতে চান, তাহলে আমাকে জানাতে পারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff