নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির আহ্বায়কসহ আটক ১১

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির আহ্বায়কসহ আটক ১১

নবীগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির আহ্বায়কসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিভিন্ন সময়ে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

এরআগে সোমবার (৭ জুলাই) দুপুরে পৌর এলাকার নবীগঞ্জ বাজারে ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রাণ হারিয়েছেন পূর্ব তিমিরপুর গ্রামের এম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪২) । আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।

সংঘর্ষে নবীগঞ্জ বাজারের বহু দোকান, যানবাহন, বেসরকারি হাসপাতাল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আতঙ্কে পুরো বাজার জনশূন্য হয়ে পড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও।

জানা যায়, দুই সাংবাদিকের ব্যক্তিগত বিরোধ সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তির পর্যায়ে পৌঁছালে তাদের সমর্থনে দুটি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। পরবর্তীতে এক পক্ষের পক্ষে মৎস্যজীবী সম্প্রদায় ও অন্য পক্ষের পক্ষে অমৎস্যজীবীরা অবস্থান নেয়, যা সংঘর্ষকে সাম্প্রদায়িক রূপ দেয়।

অবস্থা নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। নবীগঞ্জ শহরে টহল জোরদার করা হয়েছে এবং দাঙ্গায় জড়িত সন্দেহে পৌর বিএনপির আহ্বায়ক ছালিক মিয়াসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, সংঘাতে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, পরিস্থিতি শান্ত রাখতে নবীগঞ্জে ৯ জুলাই রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বর্ধিত করা হয়েছে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, বাজার ও হাটগুলোতে বন্ধ রয়েছে সব কার্যক্রম। নবীগঞ্জ পৌরসদরে স্থানে স্থানে সংঘর্ষের ধ্বংসযজ্ঞ এখনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা চরমে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff