কুলাউড়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার

কুলাউড়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার

তারেক হাসান-কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়ায় ঈদকে সামনে রেখে শহরের মার্কেটগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। পবিত্র ঈদ-উল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ঈদ বাজারের কেনা-বেচাও শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে। প্রতিদিন শুধু ইফতারের সময় ছাড়া সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।

কেনাকাটার সুবিধার্তে রমজানের শুরুতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে শহরের দোকানপাট সাপ্তাহিক ছুটি (শুক্রবার) বাতিল করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে মার্কেট ও দোকানগুলোকে আলোকসজ্জাসহ নানা সাজে সাজানো হয়েছে। কুলাউড়া শপিং কমপ্লেক্সে ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ লাকি কুপনের মাধ্যমে মোটরসাইকেল, ফ্রিজসহ নানা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। কুলাউড়া শহরের অন্যতম বিপনী মার্কেট মিলি প্লাজা, এম আর কে শপিং সিটি, আর এম সিটি, মনিহার ম্যানসন ছাড়াও বিভিন্ন ছোট-বড় মার্কেটসহ সকল বিপণি বিতানে প্রতিদিনই পছন্দের কাপড়, জুয়েলারি, জুতা, কসমেটিকস সামগ্রী ও মেহেদী কিনতে ভিড় করছেন ক্রেতারা। শহরের এমব্রয়েডারি দোকান ও সেঞ্চুরি, স্টার, স্টাইল, ফেমাস টেইলার্সগুলোতে রমজানের শুরু থেকে ভিড় শুরু হয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে শহরে বেড়েছে যানজট। যানজট নিরসনে ও মানুষের নিরাপত্তায় কাজ করছে ট্রাফিক পুলিশ ও টহল পুলিশ।

শহরের হাসান ফ্যাশন, ক্লাসিক ফ্যাশন, বিগ বাজার, আনমল ফ্যাশন, নবরূপা, মজুমদার ফ্যাশন, আরশদ ক্লথ স্টোর, ড্রেস কর্ণার, উত্তরা শপিং সেন্টার, আই সাইড, রেইনবো ফ্যাশন ও কে জে ফ্যাশনসহ বিভিন্ন দোকান ঘুরে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কেউ কেউ অনলাইন শপিং সাইট ও ফেসবুক পেজ থেকে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারির মাধ্যমে পছন্দের কাপড়সহ প্রয়োজনিয় পণ্য কিনছেন।

ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবারের মতো এবারও ঈদ বাজারে এসেছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সব পোশাক। তারমধ্যে পাঞ্জাবি, পাজমা, শার্ট, প্যান্ট, ট্রাউজার, টি-শার্ট, শাড়ি, লেহেঙ্গা, গাউন, ত্রি-পিস, টু-পিস, ওয়ান-পিস ড্রেস, স্কার্ট ও শিশুদের জন্য সকল ধরনের আকর্ষণীয় কাপড় পাওয়া যাচ্ছে শহরের দোকানগুলোতে। শেষ মুহূর্তের কেনাকাটায় মার্কেটে বেশিরভাগই দেখা গেছে নারী ক্রেতা। সব মিলিয়ে ঈদের আগে আশানুরূপ বেচাকেনা করতে পারবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। তবে গতবছরের তুলনায় এবার বিক্রেতারা দাম বেশি হাঁকাচ্ছেন বলে অনেক ক্রেতাদের অভিযোগ রয়েছে। এ কারণে মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা কেনাকাটা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

এদিকে শহরে ঈদের বেচাকেনাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে নিম্ন আয়ের মানুষদের ছোট দোকান, অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকেটার প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff