চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ::
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক সমাবেশের অংশ হিসেবে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাতে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমূখ বাজারে এ কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মিরাশী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিউর রহমান টেনু, সাধারণ সম্পাদক আবজাল আহমেদ রাসেল ও সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ কুদ্দুস এবং কৃষক দলের নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ নবাগত সদস্যদের সঙ্গে ইউনিয়নের সাধারণ নারী/পুরুষ কৃষক উপস্থিত থেকে তাদের চাহিদা তুলে ধরে। এ সময় সার, বীজ,কীটনাশক এর দাম কমানো, কৃষি যন্ত্রপাতি, নার্সারী তৈরির, স্থায়ী জমি প্রদানসহ নানা সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে সভাপতি মতিউর রহমান টেনু, সাধারণ সম্পাদক আবজাল আহমেদ রাসেল ও মোঃ আঃ কুদ্দুসকে সাংগঠনিক সম্পাদক করে ১০ নং মিরাশী ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটির নাম ঘোষণা করা হয়।
মিরাশী ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদ গোলাম জাকারিয়া তালুকদারের সঞ্চালনায় ও মিরাশী ইউনিয়ন কৃষক দলের নবাগত সভাপতি মতিউর রহমান টেনুর সভাপতিত্বে কৃষকদলের সমাবেশের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আতিকুল কবির মাস্টার, চুনারুঘাট উপজেলা বিএনপি‘র সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হায়দার মাষ্টার, উপজেলা বিএনপি‘র সদস্য মোঃ আব্দুল হাই চৌধুরী, ১০ নং মিরাশী ইউনিয়ন বিএনপি‘র সহ-সভাপতি আব্দুল মন্নাফ মেম্বার, সাদারণ সম্পাদক আবু তাহের লিল মিয়া, ৭নং উবাহাঠা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক এড. মশিউর রহমান, ৯নং রাণীগাও ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ কামরুল ইসলাম, সদস্য সচিব গিয়াস উদ্দিন সরকার ও ৪নং পাইকপাড়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আঃ রউফ খান প্রমূখ।
Leave a Reply