কমলগঞ্জে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধী

কমলগঞ্জে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধী

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে গত দু’দিন ধরে বাড়ছে শীত। সেই সাথে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বৃদ্ধি পেয়েছে। দু’দিনেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে শনিবার ও রোববার টানা দু’দিনে সর্বনি¤œ তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় এই তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শনিবার একই তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, জ্বর, কাশি সহ ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

উপজেলার পল্লী চিকিৎসক পিন্টু দেবনাথ ও স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক জানান, তুলনামূলক কিছুটা ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষত শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়ায় আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। তাছাড়া সন্ধ্যার পর ও ভোরে ঠান্ডায় স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এতে বেশি ভোগান্তি পোহাচ্ছেন কৃষক ও পরিবহন শ্রমিকরা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গলে ৮ দশমিক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এই রকম থাকতে পারে। মৌসুমের শেষে এ দিক থেকেই তাপমাত্রা কমে শীত শেষ হয়। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff