কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের আয়োজনে শীতার্ত অসহায়, এতিম ও দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। দেশ গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান রোকেয়া কাদির এবং এ কে খান এন্ড কোম্পানি লিমিটেড এর ফওজিয়া খানের অর্থায়নে সপ্তাহব্যাপী কয়েক ধাপে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের দিক নির্দেশনা প্রদান করেন সাপ্তাহিক সীমান্তের ডাকের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী শামছুল আরিফিন চৌধুরী ও বাংলাদেশ পুলিশের এ্যডিশনাল ডিআইজি জালাল উদ্দিন চৌধুরী।
শীতবস্ত্র বিতরণকালে অতিথি হিসেবে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার। সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোক্তাদির হোসেনের তত্বাবধানে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল মুহিত চৌধুরী এলিন, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, তারেক হাসান, রুবেল বখস পাবেল, সামসু উদ্দিন বাবু ও আব্দুর রাজ্জাক, পিপলু চৌধুরী প্রমুখ।
Leave a Reply