হবিগঞ্জে সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩

হবিগঞ্জে সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্ঠা চালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাতদল। সময় তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ডাকাতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিতাইরচক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর-দরিয়াপুর সড়কে ব্যাটারি চালিত ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত জনৈক এক সেনা কর্মকর্তা। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছলে কয়েকজন ডাকাত ইজিবাইকটি গতিরোধ করে। পরে ডাকাতরা চালক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়।

তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ৩ ডাকাতকে আটক করে জনতা। আটককৃতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের খিরাজ মিয়ার ছেলে রিয়াদ মিয়া, কদর আলীর ছেলে মহিবুর রহমান ও হালিম মিয়ার ছেলে সায়েম হাসান।

ইজিবাইক চালক রিয়াজ মিয়া বলেন- আমরা সবজি নিয়ে আসার সময় আমাদের হাত-পা বেঁধে তারা ইজিবাইকটি (টমটম) ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমি ডাকাতদের চিনে ফেললে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতের কবলে পড়া টমটম ইজিবাইক চালক বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এর আগে গত ১৬ জানুয়ারি একই এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় কৃষি কর্মকর্তা, ঠিকাদার ও অপর এক ব্যক্তির ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও নগদ টাকা লুট করে নেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff