কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের আয়োজনে হতদরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে কুলাউড়া শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. মতিউর রহমান মতইয়ের সভাপতিত্বে ও পরিচালক এম আতিকুর রহমান আখইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।
গেস্ট অব অনার ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রভাষক সিপার উদ্দিন, যুক্তরাজ্যস্থ কমিউনিটি নেতা শরীফুজ্জামান চৌধুরী তপন, তৈয়বুননেছা সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমদ, জামায়াত নেতা খন্দকার আব্দুস সোবহান, কবি ইব্রাহিম খলিল, প্রভাষক খালিক উদ্দিন, সমাজসেবক শেলুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল বাছিত, সাংবাদিক এইচ ডি রুবেল, রাসেল আহমদ প্রমুখ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মাসুক প্রমুখ।
Leave a Reply