ট্রাইবেকারে সিলেট জেলা ছাত্রদলকে হারিয়ে মহানগর বিজয়ী

ট্রাইবেকারে সিলেট জেলা ছাত্রদলকে হারিয়ে মহানগর বিজয়ী

একুশে সিলেট ডেস্ক
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তরুণ সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে জোর দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীদিনে পেশাদার খেলোয়াড় তৈরী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় খেলাগুলো বাছাই করে আমরা যাতে দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারি। তরুণদের অবক্ষয় থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই তরুন প্রজন্মকে মাদকাসক্তি ও বিভিন্ন অপকর্ম থেকে দুরে রাখতে সকলকে খেলাধুলায় আরোও বেশি সম্পৃক্ত হতে হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর মেন্দিবাগস্থ ক্রীড়া কমপ্লেক্সর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও বিসিবি’র সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের নতুন প্রজন্মকে বিপথে যাওয়ার পরিবর্তে যাতে খেলাধুলায় মহযোগি হতে পারে সেজন্য প্রতিটি পাড়া মহল্লায় খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলা শারিরীকি ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে সুস্থ রাখে। লেখাপড়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় মনযোগী হতে হবে। তা হলেই নিজে যেমন উপকৃত হবে তেমনী দেশও তাদের মাধ্যমে এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্য মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপির আমলে ক্রীড়াঙ্গনে উন্নয়ন হলেও ফ্যাসিস শেখ হাসিনা ক্ষমতায় এসে ক্রীড়াঙ্গনের উন্নয়ন না করে ধ্বংস করে দিয়েছে। তারা ভালো খেলোয়াড়দের রাজনীতিতে এনে ক্রীড়াঙ্গনকে কলঙ্খিত করেছে।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতী এষ’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও বিসিবি’র সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ। খেলায় সিলেট জেলা ছাত্রদলেকে ট্রাইবেকারে হারিয়ে মহানগর ছাত্রদল বিজয়ী হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff