শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষাকে আমরা বড় অর্থে দেখি। একটা শিশু জন্মের পর থেকে মূল শিক্ষা হবে আচরণগত শিক্ষা। প্রাইমারী স্কুলে বই মুখস্ত করে শিশু নৈতিকতা সম্পন্ন হয়ে যাবে সেটা ভাবা ঠিক হবে না। বাচ্চারা বড়দের কাছ থেকে দেখে শিখে। ক্লাসে পাঠ্যবই পড়ানোর পাশাপাশি শিশুদের বেড়ে ওঠায় নীতি-নৈতিকতার শিক্ষা দিতে হবে।
সোমবার (১৮ নভেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, নতুন বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। বইয়ের সংস্করণ হচ্ছে তবে প্রাথমিকে তেমন পরিবর্তন হবেনা। ষষ্ঠ থেকে উপরের পাঠ্যবইয়ে পরিবর্তন হবে।
তিনি আরো বলেন, হাওর এলাকার স্কুলের অবকাঠামোগত পরিবর্তন ও উন্নয়নের কথা ভাবছে সরকার। স্কুল প্লাস বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। শিক্ষক সংকট দূর করতেও চেষ্টা করা হচ্ছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার আ, ফ, ম, আনোয়ার হোসেন খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সঞ্চালনায় ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মো. আতাউল গণি, উপদেষ্টার একান্ত সচিব সত্যজিৎ রায় দাস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক মো. জালাল উদ্দিন, উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জের দিরাই উপজেলার দূর্গম এলাকার একটি স্কুল পরিদর্শন করেন। পরে ফিমেল একাডেমিতে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Leave a Reply