মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী জব্দ করেছে বিজিবি। এ সময় চোরাই পণ্য বহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান আটক করা হয়।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন। অবৈধভাবে আনা এসব পণ্যের চালানের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা হবে বলে ধারণা বিজিবির।
লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে বিজিবির একটি টহলদল ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে একটি মিনি কাভার্ডভ্যান আটক করা হয়।
পরে ওই ভ্যান থেকে নিভিয়া সফট ক্রিম ৭ হাজার ৯৬০ পিস, নিভিয়া বডি লোশন ৫ হাজার ৭৩৮ পিস, সানস্কিন ক্রিম ৯ হাজার পিস, মাই ফেয়ার ক্রিম ৩ হাজার ৮৪০ পিস, ক্লোপ-জি ক্রিম ৭২৮ পিস, জনসন বেবি লোশন ৩ হাজার ৯৬০ পিস, বেনারশি শাড়ি ৬৫ পিস, বিভিন্ন প্রকার শাড়ি ৫৮১ পিস, মখমল কাপড় ২ হাজার ৯২২ মিটার। উদ্ধারকৃত এসব মালামালের মূল্য প্রায় ৩ কোটি টাকা।
এসব মালামাল হবিগঞ্জ জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
Leave a Reply