সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে পরিচিতি সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে কমিটিতে পদবঞ্চিত ছাত্র আন্দোলনের ১৫-২০ জনের একটি গ্রুপ শিল্পকলা একাডেমিতে আসে। এ সময় কমিটিতে স্থান পাওয়া আহ্বায়ক ইমন গ্রুপ এবং কমিটিতে স্থান না পাওয়া ইয়াকুব গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে নিয়েছে।
ঘোষিত কমিটির আহ্বায়ক ইমন উদ দোজা বলেন, ‘আজ আমাদের ঘোষিত কমিটির পূর্বনির্ধারিত প্রগ্রাম ছিল। হঠাৎ করে কয়েকজন এসে আমাদের ওপর হামলা করে। হামলায় ইমন, সিয়াম, মুনা, জ্যোতি, সাকিব, শফিকুল, রাতুল, আশরাফ প্রমুখ আহত হন।
অন্য পক্ষের উসমান আলী বলেন, ‘আমরা আজকের প্রগ্রামে সাধারণ ছাত্র হিসেবেই অংশগ্রহণ করি। উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সমন্বয়কের সঙ্গে আমাদের অভিযোগের ব্যাপারে কথা বলা। কিন্তু শিল্পকলা একাডেমিতে আসার পরপরই তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় উসমান, নিহাল, সাইমন, বায়েজিদ, মঈনুল, মাহমুদুল, জুবায়ের, আকাশ, মিজান, ফাহিম, সোহান প্রমুখ আহত হন।’
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘বৈষম্যবিরোধী দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী, প্রশাসন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বিবদমান দুটি পক্ষকে নিয়ে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছেন। আলোচনা চলছে, আশা করছি দ্রুত সমাধান হবে। অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে ১০ নভেম্বর ইমন উদ দোজাকে আহ্বায়ক, মেহেদী হাসান সাকিবকে সদস্যসচিব করে সুনামগঞ্জে জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠন। এর প্রতিবাদে ১২ নভেম্বর ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে আরেকটি পক্ষ। এ সময় ইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন তারা।
Leave a Reply