যে হুঙ্কার দিলেন আসিফ মাহমুদ

যে হুঙ্কার দিলেন আসিফ মাহমুদ

একুশে সিলেট ডেস্ক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ‘আমরা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় চুড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে।’

আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভার এসব কথা বলেন আসিফ মাহমুদ।

এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমলাতন্ত্রটা জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সকল কর্মকর্তারা। এজন্য তারা যেন জনগনের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবাটা দেন। কোনো প্রভুমূলত্ব জায়গায় না থেকে। দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং জনগনের এজন্য আমরা কাজ করছি, যাতে কেউ বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে, এর সবগুলোই প্রায় অকেজো। আমরা এ সকল স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্য বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজীম আখন্দ, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff