স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার রাত ১টার দিকে সেখানে তিনি বলেছেন, “ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেল—যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।”
স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর দোয়া চেয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করি। ধানের শীষ জয়যুক্ত হলে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড প্রবর্তন করব।”
সিলেটের বহু মানুষ প্রবাসে থাকেন উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমরা প্রতিটি জেলায় উন্নত ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করব—যাতে আমাদের যুবকরা দক্ষ হয়ে বিদেশে যেতে পারে।
“তারা দক্ষ হিসেবে ভালো বেতনে চাকরি করলে দেশে বেশি রেমিটেন্স আসবে, দেশের অর্থনীতির বিকাশ হবে।”
এর আগে বুধবার রাত ৮টার দিকে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরাণ (র.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি শ্বশুরবাড়িতে হাজারো মানুষের উপস্থিতিতে বক্তৃতা করেন।
Leave a Reply