‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের

‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের

একুশে সিলেট ডেস্ক

তেহরানে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এমন জল্পনার মধ্যে ইরানের রাষ্ট্রীয় টিভি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দিয়েছে তার রক্তাক্ত মুখের পুরোনো ছবি দেখিয়ে।

২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভেইনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য ট্রাম্প রক্ষা পেলেও কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল।

গণমাধ্যমে এসেছিল ট্রাম্পের রক্তমাখা মুখের ছবি। সেই ছবি সম্প্রচার করেই ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ক্যাপশনে পার্সি ভাষায় বার্তা দিয়েছে, “এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না!”

ইসরায়েলের আই২৪ নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্ট শেয়ার করেছেন।

নিউজউইক জানায়, ট্রাম্পের ছবিটি বুধবার টিভি চ্যানেলে প্রচার করা হয় তেহরানে এক শেষকৃত্য অনুষ্ঠান চলার সময়। ‘আমেরিকা নিপাত যাক’ লেখা ব্যানারের মধ্যে দেখানো হয় ছবিটি।

ইরানের টিভি চ্যানেলে এই ছবি দেখিয়ে একথাই বলা হয়েছে যে, আগেরবার ট্রাম্প অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এবার আর রক্ষা পাবেন না। অর্থাৎ, দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্পকে সরিয়ে দেওয়াই এখন তাদের লক্ষ্য— এ বার্তাই যেন প্রচ্ছন্নভাবে দেওয়া হয়েছে।

ট্রাম্পকে দওয়া এটিই ইরানের সবচেয়ে স্পষ্ট হুমকি। ইরানের কর্মকর্তারা দেশের অভ্যন্তরীন অস্থিরতাকে কাজে লাগিয়ে দেশটিতে হস্তক্ষেপের অজুহাত খোঁজার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

গত ২৮ ডিসেম্বর থেকে অগ্নিগর্ভ হয়ে আছে ইরান পরিস্থিতি। মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। কিন্তু সেই বিক্ষোভ এখন দেশটির শাসকদের বিরুদ্ধে গণআন্দোলনে রূপ নিয়েছে।

এই পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেছিলেন যে, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমনপীড়ন চালায়, তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই নাক গলানো ঘিরেই চটেছে ইরান।

এই পরিস্থিতিতে সরকারি সংবাদমাধ্যমে ট্রাম্পের সেই রক্তমাখা মুখ, মুষ্টিবদ্ধ হাত আর কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বুলেটের স্মৃতি উসকে দেওয়া ছবি সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্টকে যেন সমঝেই চলতে বলেছে ইরান।

যদিও এই বার্তার বিষয়ে ওয়াশিংটন বা ইরান কোনও পক্ষই এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। তবে এ ঘটনায় যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff