সিলেট-৬ : দুইজনের মনোনয়নপত্র বৈধ, একজন বাতিল এবং তিনজনের স্থগিত

সিলেট-৬ : দুইজনের মনোনয়নপত্র বৈধ, একজন বাতিল এবং তিনজনের স্থগিত

গোলাপগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আরও তিনজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

যাচাই-বাছাইয়ে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও বিএনপির মনোনীত অপর প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, গণ অধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদ হোসেন এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুন নুরের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বিভিন্ন জটিলতার কারণে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং তিনজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও জানান, স্থগিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিষয়ে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আপিল করলে সে বিষয়েও যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff