কানাইঘাট প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের আবেদন দাখিল করেন।
মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন: মাওলানা উবায়দুল্লাহ ফারুক – বিএনপি সমমনা জোট মনোনীত (জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি), হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান – জামায়াতে ইসলামী মনোনীত (সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর), মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ – জাতীয় পার্টি মনোনীত (জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক), মাওলানা মুফতি আবুল হাসান – বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত, মামুনুর রশিদ (মামুন) – স্বতন্ত্র প্রার্থী (সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি), মাওলানা বিলাল উদ্দিন – মুসলিম লীগ মনোনীত।
তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিলেও জামায়াতে ইসলামী সমমনা জোটের প্রার্থী এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। এদিকে, ধানের শীষের প্রার্থী না থাকায় এই আসনে বিএনপি ঘরানার ভোট ব্যাংক স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মামুন কতটুকু নিজের পক্ষে টানতে পারেন, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
অন্যদিকে, ওলামায়ে মাশায়েখ ও ইসলামপন্থি দলগুলোর প্রভাবশালী প্রার্থীদের উপস্থিতিতে এই আসনে এবারের লড়াই হবে বেশ হাড্ডাহাড্ডি।
Leave a Reply