স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটাধিকার প্রয়োগে নতুন মাত্রা যোগ করছে পোস্টাল ভোট ব্যবস্থা। দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নির্বাচনী এলাকা ছাড়াও নির্বাচনী দায়িত্বে থাকা ভোটারদের অংশগ্রহণে এই পদ্ধতির প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের জন্য এ পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশির পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নির্বাচনী এলাকা ছাড়াও অবস্থানরত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়।
নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৭ লাখ ২৮ হাজার ৬১৭ জন এবং নারী ৭২ হাজার ২৫৩ জন। নিবন্ধনকারীদের মধ্যে ৩০ হাজার ৮৯ জন সিলেটি প্রবাসী রয়েছেন।
প্রবাসী ভোটারদের মধ্যে দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জনের। এরপর রয়েছে কাতার থেকে ৫৯ হাজার ৫৮২, ওমান থেকে ৪৬ হাজার ১৪৩, মালয়েশিয়া থেকে ৪৩ হাজার ৮২৯, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৮৭৪২ এবং যুক্তরাষ্ট্র থেকে ২৬ হাজার ৭৩ জন ভোটার।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন ভোটার। জেলাভিত্তিক হিসাবে শীর্ষে রয়েছে কুমিল্লা (৭১ হাজার ১৪৩)। এরপর রয়েছে ঢাকা (৬৩ হাজার ৫৯৫), চট্টগ্রাম (৬১ হাজার ৭০৩), নোয়াখালী (৪০ হাজার ৭৪১) এবং চাঁদপুর (২৮ হাজার ৩১৫ জন)।
আসনভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে ১১ হাজার ৭৯৩ জনের। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৯ হাজার ৮১১, কুমিল্লা-১০ আসনে ৯ হাজার ৪৬৬ এবং নোয়াখালী-১ আসনে ৯ হাজার ৩৬৫ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের সূত্র বলছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। যা নির্বাচনে ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা ও কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
উল্লেখ্য, প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা ও কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা ভোটার নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
Leave a Reply