তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল

একুশে সিলেট ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বাদ এশা সিলেট নগরীর মিরাবাজার এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই মিছিলটি বের করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় আয়োজিত মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট মহানগর জাসাসের কার্যনির্বাহী সদস্য মুহিবুর রহমানের সঞ্চালনায় এবং খাদিমপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সিদ্দেক আলীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত ছিলেন— সিলেট জেলা বিএনপি নেতা আবদুল মালেক (মেম্বার), শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক দিপক রায়, জেলা বিএনপি নেতা হিমেল আহমদ, মহানগর বিএনপি নেতা অর্পন ঘোষ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদুর রহমান সাজু, দেওয়ান কামরান, জামাল উদ্দিন, রেজাউল করিম রুবেল, ইকবাল আহমদ, এবি সিদ্দিক, সুমন আহমদ, সাহেদুর রহমান পিন্টু, কামরান আহমদ কামন, রাশেদ আহমদ সাদ্দাম ও মুন্না আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন— শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সভাপতি ও সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুমিন সেতু, শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সহ-সভাপতি মনিরুজ্জামান মিজান, যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, স্বেচ্ছাসেবক দল নেতা শায়েস্তাউর রহমান সানি, খালেদ আহমদ, শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, প্রচার ও দপ্তর সম্পাদক আছনাত উদ্দিন জাহিন, স্বেচ্ছাসেবক দল নেতা রাহি আহমদ, মহানগর জাসাসের ফয়ছল আহমদ, মুন্না খান এবং মহানগর ছাত্রদল নেতা মুন্না আহমদ, শিপন আহমদ, শাহীনুর আহমদ ও রনি আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছরের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জননেতা তারেক রহমান বাংলার গণমানুষের শক্তির ওপর ভর করে দেশে ফিরছেন। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই তাঁর এই প্রত্যাবর্তন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৫ তারিখের পর যারা মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাবে, সিলেটের মাটি থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, তারেক রহমান প্রবাসে থেকেও নিরলসভাবে জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বের ফলেই ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লব সফল হয়েছে। বাংলার মানুষ এখন প্রিয় নেতার বরণের অপেক্ষায় প্রহর গুনছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff