সিলেটে সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশের নতুন নির্দেশনা

সিলেটে সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশের নতুন নির্দেশনা

একুশে সিলেট ডেস্ক

সিলেট নগরে পরিবহন চলাচল ও পার্কিংব্যবস্থা আরো শৃঙ্খলিত করতে ৩ দফা নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক জনস্বার্থসংশ্লিষ্ট প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

নগরে যানজট, ফুটপাত দখল ও বেপরোয়া পার্কিং দীর্ঘদিন ধরেই নাগরিক ভোগান্তির চলছে। এটি প্রশমনে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএমপির জারীকৃত আদেশ অনুযায়ী, রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজ পর্যন্ত পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ নগরের যেকোনো মোড় বা ক্রসিংয়ের নিকটবর্তী এলাকায় যানবাহন থামানো বা পার্কিং করা যাবে না। দুই লেনের সড়কে কোনো ধরণের পার্কিং করা যাবে না এবং নির্ধারিত পার্কিং স্থানে শুধুমাত্র এক লাইনে এবং অনুমোদিত সংখ্যক যানবাহন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একাধিক সারিতে গাড়ি রাখলে সেটি নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য হবে।

আদেশে আরো বলা হয়েছে, সিলেট মহানগর পুলিশ আইনের ২৭ (১) ধারা অনুযায়ী ফুটপাত বা সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ।

এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ প্রশাসন।

এসএমপির এক কর্মকর্তা জানান, নগরের প্রধান সড়ক, বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘অন্যায্যভাবে পার্কিংয়ের কারণে প্রতিদিনই যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। নতুন নির্দেশনা মানা হলে শহরের চলাচল ব্যবস্থা অনেকাংশে সহজ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff