একুশে সিলেট ডেস্ক
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির প্রথম সভা সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পার্টির উপশহরস্থ অস্থায়ী কার্যালয়ে যুগ্ম আহ্বায়কদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ঝিমিয়ে পড়া সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধি এবং সকল উপজেলা ও পৌর কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, মো. নাজমুল ইসলাম, মো. আলী হোসেন সরকার, শেখ আসাদুজ্জামান জুবায়ের, মো. শাহ আলম, ফরিদ উদ্দিন এবং সদস্য সচিব আলতাফুর রহমান আলতাফ।
সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সিলেট জেলার ১৩টি উপজেলা এবং ৫টি পৌরসভার বর্তমানে যে সাংগঠনিক কমিটিগুলো আছে, সেগুলোকে গঠন, পুনর্গঠন এবং সম্মেলনের জন্য প্রস্তুত থাকতে হবে। এই লক্ষ্য পূরণের জন্য সিলেট জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শীঘ্র্ই সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভা কমিটিকে সময়সূচি জানিয়ে দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে সিলেট জেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply