একুশে সিলেট ডেস্ক
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ফরহাদ বক্সকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর তাঁকে তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার করে সিলেটের জালালাদ থানাপুলিশ।
ফরহাদ বক্স মহানগরের আখালিয়া এলাকার বাসিন্দা। তিনি মহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন।
তাছাড়া তিনি সিলেট-১ আসনের সাবেক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- ৫ আগস্ট পরবর্তী দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফরহাদ বক্স।
Leave a Reply