বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারে নিখোঁজের তিনদিন পর এক ইলেকট্রিক মিস্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে পৌরশহরের কুয়ারপার এলাকায় নিজ বাড়ির কাছে জঙ্গল এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত সুনীল আচার্য্য কসবা কুয়ারপার এলাকার সুখময় আচার্যের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শারদীয় দূর্গাপূজার দশমীর দিন বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হন সুনীল আচার্য্য। এরপর থেকে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া না গেলে পরিবারের পক্ষ থেকে ৩ অক্টোবর বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রী করা হয়। পরিবারের সদস্যরা জানান, সুনীল আচার্যের এলাকার কারোও সাথে তাদের কোন বিরোধ ছিলনা।
স্বজনরা জানান, এক টমটম চালক জঙ্গলে মরদেহ পড়ে আছে এখবর বাড়ির পাশের দোকানে দিয়ে যায়। এ খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুনীল আচার্যের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তার দেহ ফুলে গেছে এবং গন্ধ বের হচ্ছে। ধারণা করা করা হচ্ছে তার মৃত্যু দুইদিন পূর্বে হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিখোঁজ হওয়া সুনীল আচার্যের লাশ উদ্ধারের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করেন। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মো. মফিজুর রহমান।
ইলেক্ট্রিক মিস্ত্রি সুনীল আচার্যের মরদেহ নিখোজের তিনদিন পর জঙ্গলে পাওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ কি তাকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে গেছে কিংবা ইলেক্ট্রিকের কাজ করতে গিয়ে তার মৃত্যু হলে লাশটি জঙ্গলে ফেলে দেয়া হয়েছে। এমন শত প্রশ্নের উত্তর মিলবে মরদেহের ময়না তদন্তের পর।
Leave a Reply