একুশে সিলেট ডেস্ক
সিলেট সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সিলেট-তামাবিল সড়ক হয়ে টিলাগড় পয়েন্টে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুমেল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মিনহাজ উদ্দিন শিকদার।
সভায় সভাপতির বক্তব্যে মিনহাজ উদ্দিন শিকদার বলেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। আমরা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের নিয়ে একটি নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। সকল প্রতিকূলতা অতিক্রম করে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাবের হুসেন, সহ-সভাপতি মিজান উদ্দিন, মামুন মহালদার, মুস্তফা কামাল ও দপ্তর সম্পাদক শাহানুর ইসলাম দুর্জয়।
এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহাদাত হোসেন, নাঈম ইসলাম, শাহ আলম, রাজু আহমেদ, জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন আহমেদ ও নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানভীর ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নাহিদ, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ বাঁধন, সহ-ক্রীড়া সম্পাদক আবু তাহের, পাঠাগার সম্পাদক মনসুর আহমেদ, সহ-সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম সম্পাদক শাকিব আহমেদ রাজা, সদস্য শাহেদ আহমেদ, মোঃ হাফিজুর রহমান ও তৌহিদ আহমেদ।
সভায় সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ নাফিজ, রিমন, শুভ, নোমান, বর্ষণ, মামুন, মাহবুব, সালমান, ইসমাইল, নাহিদ, নাফিস, সিয়াম, হৃদয়, ইবাদ, অঙ্কুর অর্ণব, আরাফাত, সেতু, সাকিব, আরমান, আকাবর, জামিলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply