সর্বশেষ :
বাংলাদেশকে ধসিয়ে ধবলধোলাই এড়াল পাকিস্তান বলিউডের যে নায়কের সঙ্গে সম্পর্কে ছিলেন শাহরুখকন্যা আন্দোলন যখন তুঙ্গে তখন রাতে ঘুম হয়নি হাসিনার জুলাই আন্দোলনের ‘শহীদ রুদ্র সেন ছিলেন একটি আদর্শের প্রতীক : বিভাগীয় কমিশনার মব কালচার দেশে আতঙ্কের নতুন উৎস : রিজভী সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৬ বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে জকিগঞ্জে অর্ধশতাধিক কিন্ডারগার্টেন স্কুলের মানববন্ধন! ড্রিমলাইনার বিধ্বস্তের চার দিন পর একযোগে অসুস্থ হন এয়ার ইন্ডিয়ার ১১২ পাইলট— চাঞ্চল্যকর তথ্য প্রতিমন্ত্রীর প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে আগামী নির্বাচনও ব্যর্থ হবে: জামায়াতের আমির অপরাধ দমনে হবিগঞ্জ পুলিশ সুপারেরে কঠোর পদক্ষেপ
জৈন্তাপুরে ইজারাকৃত বড়গাং নদীতে বালু শ্রমিকদের উপর হামলা, আহত ১, মামলার প্রস্তুতি

জৈন্তাপুরে ইজারাকৃত বড়গাং নদীতে বালু শ্রমিকদের উপর হামলা, আহত ১, মামলার প্রস্তুতি

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলার সরকারের বৈধ ইজারাকৃত বড়গাং নদী হতে বালু আহরণ করতে চাঁদাবাজদের হামলায় গুরুত্বর আহত হয়েছে ১জন বারকী শ্রমিক। এ নিয়ে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। মামলাে দায়েরের প্রস্ততি চলছে। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, গত ১লা বৈশাখ হতে সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর ইজারা গ্রহণ করেন সনি সোহা এন্টারপ্রাইজের প্রোপাইটার চন্দন তালুকদার। সরকারের সকল নীতিমালা মেনে তারা বারকী শ্রমিকদের মাধ্যমে বালু আহরণ করে আসছে। সম্প্রতি একটি চক্র ইজারাদারের বৈধ ভাবে বড়গাং নদী হতে বালু আহরণ কালে রূপচেং মাঝের বিল এলাকার মৃত শমসুর উদ্দিন এর ছেলে জাটকা জামাল (৩২), করিম আলীর ছেলে মজিদ (৫০), নিজপাট ইউপির সাবেক মেম্বার আ: নূর মেম্বার (৫০), মোজন আলীর ছেলে আলাই মিয়া (৪৫) মজর আলীর ছেলে জমির উদ্দিন ওরফে কলা জমির (৪৫), তসির আলীর ছেলে আবুল (৩৫), আম্বুলার ছেলে আব্দুল জলিল (৪২) সহ বাবুল মিয়া (৪৫), ইসলাম মিয়া (৩৮) এর নেতৃত্বে রূপচেং মাঝেল বিল এলাকায় বারকী শ্রমিকদের গতিরোধ করে নৌকা প্রতি ৩শত/ ৫শত এবং ৮শত টাকা করে দাবী করে। এছাড়া কিছু শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে মুজিদ মিয়া বলেন, আপনারা যার সাথে বুঝার তার সাথে বুঝেন (ইউএনও, এসিল্যান্ড, পুলিশ ও সেনাবাহিনী) সাথে বুঝেন তবুও আমাদেরকে টাকা দিতে হবে। নতুবা ঝামেলায় পড়তে হবে। শ্রমিকা ইজারাকৃত নদী হতে বালু আনতে টাকা দিতে অস্বীকার করলে মাঝের বিল গ্রামের মখলিছ মিয়ার ছেলে মো. খোকন মিয়া (২৮) বারকী শ্রমিকদের উপর দেশিয় খাসিয়া দা নিয়ে অতর্কিত ভাবে হামলা হামলা চালায়। হামলায় উপজেলার গাতিগ্রামের বাবুল নাথ এর ছেলে সন্তোয় কুমার (৩৫) আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

এদিকে ইজারাদারের বৈধ কোয়ারী হতে বালু আহরণে স্থানীয় প্রভাবশালী চাঁদাবাজদের চাঁদাবাজির সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শনে গেলে চাঁদাবাজ চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বেলা ১২টায় পুনরায় তারা চাঁদাবাজ চক্রের সদস্যরা এসে চাঁদা দাবী করে। শ্রমিকরা চাঁদা না দিলে তারা হামলা করে।

এদিকে ইজারাদারের পক্ষে আবু বক্কর সিদ্দিক বলেন, সরকারি নিয়মে আমরা বালু আহরণ করছি। গত কয়েক দিন হতে চক্রের সদস্যরা বেআইনি ভাবে চাঁদা আদায়ের চেষ্টা করছে। আজ সরাসরি তারা ইউএনও, এসিল্যান্ড, পুলিশ ও সেনাবাহিনীর নাম জড়িয়ে শ্রমিকদের হুমকি দিয়ে চাঁদা আদায় ও দাবী করে। চাঁদা না দেওয়ার কারনে তারা হামলা করে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

‎জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার (লাবনী) বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে চাঁদাবাজ চক্রের সদস্যরা পালিয়ে যায়। আমি চলে আসার পরে শুনেছি পুনরায় শ্রমিকদের উপর হামলা করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান বলেন, এই বিষয়ে আমি অবগত নই, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff